যে চোখ তোমার দেখা পায়না
সে আকাশ দেখবে কেন?
তার তো থাকতে নেই আকাশে বাসা
বানাবার সাধ!  

যে কর্ণযুগল তোমার মধুকণ্ঠ
শুনতে অপারগ, সঙ্গীতের সুমধুর সুরে
তার কী কাজ?
সুরের সাথে তাইতো তার
- চিরন্তন বিবাদ।


যে ত্বক তোমার ছোঁয়াহীন,
সেই ত্বক সতেজ থাকবে কেন?
তার বৃক্ষের মরা পাতার
মতোই ঝরে পড়া দরকার!


যে হৃদয় তোমার চাওয়া ছাড়াই ফুটিয়ে চলেছে হাজারটা রক্ত গোলাপ,
তার কাঁটাতেও থাক বিষাক্ত
সর্পের বিষ! হালকা ছোঁয়াতেই
নীল করে মারুক
মনুষ্য সকল!