প্রতিদিন একটু একটু করে নিঃস্ব হই
প্রতিদিন একটু একটু করে ক্লিষ্ট হই।


ঘরের এক কোণে বাসা বানানো
সেই বোকা মাকড়সাটার মতো ।
গোলক ধাঁধায় ঘুরে ঘুরে মরি
নিরন্তর বিবর্ণতায় আমি নিজেই।


হাজারো যন্ত্রণার আলাপন কেড়ে নেয়
সাজানো স্বপন নির্দ্বিধায়,
আর অযুত বছরের জমানো অভিশাপ যত
প্রতিনিয়ত করে ক্ষত বিক্ষত ;
শরীরের চামড়া ভেদ করে
হৃদয়ের গভীরে করে আঘাত অবিরত।


কাক ডাকা ভোর , বিষণ্ণ দুপুর ,
বিবর্ণ বিকেল কিংবা ঘোর অমাবস্যার রাত
সবই যেন একই সীমারেখায় দাঁড়িয়ে
কষ্টের নিদারুণ কষাঘাতে
বারবার কাঁদিয়ে  যায়
তোমায় আর আমায়।