শোন রাজকন্যা!
যদি বলি আগের মতো করে,
এসো চোখে রাখি চোখ ।
তুমি আমার, আর আমি তোমার
চোখে থাকি চেয়ে অনিমেষ।
শত বর্ষ ধরে।
তাহলে কি আসবে ফিরে?


কিংবা যদি বলি- এসো হাতে হাত রাখি,
দুজনার আঙুলের স্পর্শ ভুলিয়ে দিই
সমস্ত ব্যথা! ইশারায় বলে নিই শতাব্দীর
জমানো কথা যত। হৃদয়ের অব্যক্ত
আলাপন শত।
তবে কি ফিরবে, বেদনাহত?


অথবা যদি বলি – চলো বসন্ত রাগে করি
স্নান। সেই পুরনো দিনের মতন।
শুধু দু’জনে -
সারা দিনমান।
শুনবে কি তবে আমার আহ্বান?


কিংবা যদি ডাক দিই আবার সেই পুরনো নামে!
যে নামের সুবাসে মর্ত্যে নেমে আসে
আকাশের যত গ্রহ – তারা।
তবে কি দেবে সাড়া?


আর যদি বলি – জন্মের এই শুভ ক্ষণে,
স্বপ্নহীন মনের অপূর্ণতা করে দূর;
আশার গগনে উঠুক নূতন সূর্য
বাজুক বাঁশী সুমধুর।
তাহলে তো ফিরবে জল নূপুর!