তোমাদের শক্তি আছে,অর্থ আছে,অস্ত্র আছে
যা খুশি তাই কর,
পুড়িয়ে করেছো ছারখার লোকালয় জনপদ সবুজ মাঠ
থামোনি তারপরও।
তোমরা স্বার্থের টানে ন্যায় অন্যায় করো তুচ্ছ জ্ঞান
তোমরা অন্যায়ের সহযাত্রী, ধর্ম বিশ্বাসের শত্রু, কুটিল শয়তান।
তবুও তাঁরা বেঁচে থাকে, স্বপ্ন দেখে
তোমাদের গড়া মৃত্যু উপত্যকায়
ভুলে প্রাণের টান।
নির্মম আঘাতের পরেও
মাথা উঁচু করে শতবার দাঁড়ায় সটান।
তাঁরা বোমার গর্তে খুঁজে তাদের প্রিয় মাতৃভূমি
সুখের সংসার, শান্তির বাসস্থান।
তোমরা হত্যা কর ক্ষুধার জ্বালায়
পথে ফেরা তাদের অবুঝ শিশু সন্তান।
কে দিলো তোমাদের এ ধ্বংসের অধিকার ?
এ পৃথিবীর প্রতি ইঞ্চি মাটি প্রতিটি ধূলিকণা বাতাস
সবটাতে সমান অধিকার আছে তাঁর ।
ধ্বংসের বদলে ধ্বংস হলে
আরেকটা পৃথিবী কোথায় পাবে আবার ।
জেনে রেখো এ পৃথিবী শুধু তোমাদের নয়
এ পৃথিবী আমাদের সবার।