চেনা ও অচেনা মানুষের মুখগুলি
অজান্তেই ভিড় করে
জমায়েত করে, স্বপ্নের দুই-পাড়ে
স্তূপাকৃতি ওই সমস্ত মুখের ভেতরে আমার এবং
             তোমারও মুখ দেখতে পাই...


স্নিগ্ধ-গভীর ছায়ার প্রলেপ
কৌশলগত ভাবেই তোমার মুখ ছেয়ে আছে,
সযত্নে এবং সুপরিকল্পিত ভাবেই
আমার স্বপ্ন-চোখের
              বৃথা চেষ্টা তোমার আড়াল-করণ...


আমার স্বপ্নের ভেতরে চেনা-অচেনা মুখগুলির
অবিরাম ঘূর্ণাবর্ত...
              এ তোমার সৃষ্টি , এ তোমার প্রশ্ন
আমি কে ? তুমি কে ?


যতবার ডুব দিয়েছি মন- পুষ্করিণীতে
যতবার কেটে আসতে চেয়েছি স্বপ্নঘোর
শ্যাওলান্তরিত মুখগুলির জিজ্ঞাসু চোখে
উঁকি মারে অমোঘ সেই প্রশ্ন, আমি কে?


আমি তো শুধুই একটা কুসুম হতে চেয়েছি নিষ্পাপ
জলে অথবা স্থলে,
মাথার খোঁপায় অথবা চরণতলে...
যদিও, স্বপ্ন ও বাস্তব তফাতে থাকে
যদিও মায়া,  মনটাকে আচ্ছন্ন করে রাখে
প্রাপকের ইচ্ছেটা যদিও প্রবলতর হয়
তবুও, উত্তর নিশ্চিত ভাবেই  
ছায়া-প্রলেপিত তোমার মুখের আড়ালে
            তুমি সেই সত্য,
তুমি দিতে পার আমার স্বপ্ন থেকে বেরিয়ে আসার সন্ধান
            আমি হয়ে বাঁচতে চাই
তুমি ওই স্তূপাকৃতি ছায়ামুখের ভেতরেই থাক অম্লান।  


কমল নুহিয়াল ১১/১২/২০১৪