আজ আবারও মৃদু-মৃদু হাওয়া
গুমোট আকাশ
লুকোচুরি নয়, ব্যর্থতার চাদরে
সূর্যের মুখ ঢাকা  ঠিক যেমনটি
    তোমার বাদামী শাড়ীর ভাঁজ থেকে
উঁকি দিয়েছিল এক চিলতে রোদ... সেদিন
আমার সমস্ত কামনায় – বাসনায়
ঘৃতাঞ্জলি,


আমি পুড়েছি, পুড়তে চেয়েছি
আমি ভস্ম হয়ে ছড়িয়ে গিয়েছি তোমার প্রতিটি রন্ধ্র
আমি স্বেদের নোনা স্বাদ
আমি অতন্দ্র –


ভেবেছিলাম বোধহয় এমনটাই হবে
ভেবেছিলাম এবং ভেসেওছিলাম...


হাওয়াটি যে কখন
মৃদুতা ছেড়ে  দমকা হল
সূর্য কখন আকাশ ভেঙে বিদ্যুৎ
আমি আজও বুঝতে পারিনি  

   আমি আজও ভিজেছি সেদিনের মতন তোমাকে ছাড়াই ।


© কমল নুহিয়াল ২৩/০১/২০১৯  সময়ঃ ২২:০৫