আনন্দ ফিরবে না কোনওদিন, জানি
তবু পথ চেয়ে থাকি
অকুণ্ঠ ভোরের আলো দ্রুত
দেয়ালের ছিদ্র বেয়ে নামে
ওই সোনালী রেখার আনন্দ
বোধ হয় বাকি ছিল।


জানি ফিরবে না কোনও দিন
দিয়ে গেছ অণু-পরমাণু
তবু কোথাও মলিনতায়
জরির টুকরো থেকে
স্বর্ণলতার পেখমহীন উচ্ছ্বাস ভেসে যায়।


জানি ফিরবে না- তুমিও জানো
ফেরার সমস্ত পথে
আপসহীন অতন্দ্র অন্ধকার
তবু চেয়ে থাকে চোখ
কোথাও তো রাত্রির হবে শেষ
কখনও তো হবে ভোর।


__________________________________


কাব্যগ্রন্থঃ কবিতার ছায়া নও বেদনার ছবি তুমি
প্রকাশ ঃ ২০০২,
নবজন্ম প্রকাশন, শিলিগুড়ি


*** এই কবিতাটি " কবি দেবাশিস সেন" কে...