কিছু আলো মোমের শিখায়
আর, ঝলমলে মোড়কে উপহার
তবু, অসম্ভব ব্যথা নিয়ে
                চলে গেছে বড়দিন।


মাঠের পাশেই কুয়াশার অশ্রুতে
ভেজা ধানক্ষেত, পঁচিশে ডিসেম্বর
পরেছিল নিথর, রক্তের হোলী খেলে।


প্রার্থনায় আদিবাসী সিলভিনা
হয়তো ভাবেনি এতবড় হবে বড়দিন
অভিশাপে উচ্ছলতার ষোলটা বছর
                 নিভে যাবে এক রাতে।


অন্ধকারে ঢাকামুখ কাপুরুষ কামুক
মদের সাথে পান করেছিল যৌবন
আদিবাসী ফুলের ওপর
জ্বালিয়েছিল আগুন অজস্র মোমের।


না, আর কোনও যীশু নয়
এভাবে শিশু জন্মাতে পারে না
অথবা আগুনে ঝলসান সিলভিনা
পারবে না মরিয়ম হতে
তাই, শরীর থেকে গড়িয়েছিল রক্ত
           মমতায় দু’হাত বাড়িয়েছিল
                       মাঠ-ধানক্ষেত।


__________________________________


কাব্যগ্রন্থঃ কবিতার ছায়া নও বেদনার ছবি তুমি
প্রকাশ ঃ ২০০২,
নবজন্ম প্রকাশন, শিলিগুড়ি


** প্রেরণা উৎস ঃ ২০০১ সালে, কোনও একটি কাগজে পড়েছিলাম " এক আদিবাসী তরুণীকে ধর্ষণ করে খুন করা হয়"। সে সময়ের লেখা। নাম অবশ্যই পরিবর্তন করে লিখেছিলাম।