নাচলে কেমন তা থৈ তা থৈ
       আকাশ জুড়ে
       চোখের জলে
উপচে পড়ে শৈল আধার।
অন্ধ মেঘে দাঁড়িয়ে আমি
        বৃক্ষ তলায়
       আলো ছাড়াই
ডিঙিয়ে যাব কালের পাহাড়।


আকাশ ভেঙে নামলে তুমি
       বাজিয়ে নূপুর
        ছন্দে-লয়ে
মৌন কাটে ঝুমুর ঝুমুর।
পাতার ছাতায় বদ্ধ আমি
        সারা দুপুর
       মাথার ওপর
স্নান সেরে নেয় প্রেমিক ডুমুর।


ভেজা আমার দাঁড়িয়ে একা
       কাকের মত
       টুপ টুপ টুপ
পড়ছে ঝরে শুকনো পাতা।
মিলন তৃষা সাজিয়ে রাখা
        বুকে যত
        বৃষ্টি তুমি
শুনতে পাওকি কান্না গাথা।


__________________________________


কাব্যগ্রন্থঃ কবিতার ছায়া নও বেদনার ছবি তুমি
প্রকাশ ঃ ২০০২,
নবজন্ম প্রকাশন, শিলিগুড়ি