মুঠের ভেতর একমুঠ রঙ হাজার বছর    
আমি রাঙা-হাত দুটি     লুকিয়ে রাখি    মনের ভেতর
তুমি আসবে বলে     রাত পোহালে   আলপনা আঁকি  
          ফাগুণ মনের পলাশ বনের  রক্ত হাওয়ায়
          রক্ত মাখা মনের কথায়   পদ্য লিখি


তুমি আসবে বলে    দোলের আবীর
          গন্ধ মেশায়     প্রেমের নেশায়
          হাজার বছর চোখমেলে পথ চেয়ে থাকি


তুমি আসবে বলেই দোলহীন এক আস্ত জীবন
          শরীরটাকে যত্ন করে সাজিয়ে রাখি  
          আমি নিজেই নিজের ঠোঁটের ভেতর ঘন চুম্বন
          তোমার ইচ্ছে আমার ভেতর বাঁচিয়ে রাখি…