তোমাকে দ্রবীভূত করবো ভেবেই  
         বুকের সমস্ত নির্যাস দ্রাবক -
  
ফোঁটায় ফোঁটায় সিক্ত হলো
তোমার হৃৎপিণ্ড থেকে বের করে আনা দ্রাব্য
অসম্পৃক্ত দ্রবণে ফুল ফোটে       সুগন্ধিবিহীন    
    প্রজাপতিরাও ঘুরে     উড়ে গেছে কতদিন ...


আরও দাও আরও ঢালো দ্রবণে
জানি , অপরিমিত দ্রাব্য আছে মৌ-বনে  
সূর্যের কাছ থেকে উষ্ণতা আনি নির্দিষ্ট মাপে  
     যদিওবা সম্পৃক্ত হয় তাপে
           মনের গহীনে জোছনারা খেলা করে...


কোনোকিছুরই অতি ভালো নয় -
  
    আমারও তাই  উদ্বায়ী দ্রাবক উবে যায়
অতিপৃক্ততায়
        কেলাসিত দ্রাব্য পড়ে আছে গৃহকোণে
যা কিছু ছিল সিঞ্চিত করেছি যৌবনে
রিক্ততায়        কেলাসের রসায়নে নদী খুঁজি ...