একটা বিবেক পেলে সখ্য হয় কলম-কাগজে
একটা আকাশ পেলে নদীর মতন বয়ে নিয়ে যাওয়া যায়   জীবন
একটা বিস্তীর্ণ বুক পেলে  লিখে রাখা যায়    পীড়ন…


মাঝেমাঝেই সম্ভাবনা জমা হয় মনের আকাশে
মাঝেমাঝেই কিছু পরিযায়ী বিবশ একলা ভাসে
মাঝেমাঝেই পরকীয়াগত ভাব-এ ছাই হয় নিষ্প্রভ যৌবন


মিথ্যে তাই হাজার হাজার বিবেক রোজ মরে কবিতায়
মিথ্যে তাই আকাশকে ভালবেসে নদীগুলো মাটিতে হারায়
মিথ্যে তাই চুপিসারে বুকের ভেতরে নিত্য পোড়ে মন


         একটা ঘন ছায়াবীথি আমার মনের ভেতর নামে
         সম্ভাবনা, তুমি পরিযায়ী হয়ে এসো পরকীয়া প্রেমে
         আমি পথ জুড়ে বিছিয়ে রেখেছি সহস্র চুম্বন
         তোমার আসার আশাতেই মেলে রাখি বেদনার কাব্য-ভুবন ।।