সুতো টান দিয়ে একলা আকাশে বৃথা ওড়াউড়ি
লাটাই প্যাঁচানো স্মৃতি মাটিতে গড়াগড়ি খায়
আমরা এখনো বুজে যাওয়া দুই নদী পাড়ে
কাঁকড়া বিছারা সেই স্মৃতি খুঁড়ে খুঁড়ে খায়।


সেখানে গড়িয়ে যেত কোনও এক রূপনদী
যেখানে এখনো জোছনায় ভেজে ছায়াপাখি
আমরা কালো হয়ে আসা দুটো তারা
আমরা নদীটির ডানা মেলে যাওয়া দেখি।


যতটা গভীরে মননেরা চলে যেতে পারে
যতটা শীতল ভাবে বৃষ্টিরা করে স্নান
আমি রাত্রির পাতাগুলো খুলে খুলে
আমি মহাশূন্যের প্রতি একলা ধাবমান ।


আমাকে টেনে রাখো যতটা টানতে পারো
তবেতো মাটি ফুঁড়ে শরীর পাতালে যাবে
আমাকে ভাসিয়ে দিওনা একা ছায়াপথ
যদিবা আকাশে মরি শকুনেরা ছিঁড়ে খাবে।।


কমল নুহিয়াল (১০/০৮/২০০৪)