হৃদয় মাঝে সঞ্চিত যত অভিমান
আত্মসম্মান । ভেঙে যায় এক লহমায় ।
জমাট বাঁধা অন্ধকারের কালো রক্ত
বিদ্রোহী মত্ত । আবেগে আপ্লুত প্রাণ
মৃত্যুর উন্মাদী গাথা গায় ।


চোখ বেয়ে নেমে আসা বৃষ্টি নীল
অশ্রু অনাবিল । জল হয় মাটিতে ।
অবনমনের প্রতিটি রাত্রি হতাশ
চির অবকাশ । মহানিদ্রায় সৃজনশীল
মৃত্যু তাদের কামনা অপ্রাপ্তিতে ।


জীবনচারণে আহরিত নৃত্যগীত
রুগ্ন প্রদীপ । সন্ধ্যাতারায় সব বিস্মৃত ।
স্মৃতি স্তম্ভ গলান রৌদ্রতাপ
আত্মহনন শাপ । বাঁচার মোহ
মৃত্যুর সাথে বুকের কোণে আদৃত ।


__________________________________


কাব্যগ্রন্থঃ কবিতার ছায়া নও বেদনার ছবি তুমি
প্রকাশ ঃ ২০০২,
নবজন্ম প্রকাশন, শিলিগুড়ি