নিশ্চুপে ঝরছিল জলকথা     নদীর ওপর
আর্ষ এই জলে   অনন্ত বিম্বিত ভাবনারা
                                      স্রোতহীন


যদিও বটছায়া      সময় সময়ে     বয়ে যায়
এইপারে     মাটি আর আমি থাকি  
বটঝুরি আঁকড়ে ধরে রাখি    


পাতাও রাখে বৃষ্টিজল      যেটুকু মুহূর্তগত ।


ভাবনারা কালের গভীরে    তোমাকেও রাখে
যৌবনগন্ধ       তুমি ধ্বনিময় শীকর ।


  
৮/১১/২০২০ সন্ধ্যা ৮ঃ০০, শিলিগুড়ি (ভারত)


শব্দার্থ :
         জলকথা = শিশির
         আর্ষ [আর্‌শো] বিণ ১ ঋষি সম্বন্ধীয় । ২ ঋষি প্রযুক্ত
         শীকর   /বিশেষ্য পদ/ পবন-বাহিত জলকণা; জলবিন্দু।