শব্দগুলো কান অব্দি পৌঁছনোর আগেই
মিলিয়ে যাচ্ছিলো বাতাসে
বাতাস অনেক কিছুই ধরে রাখতে পারে


তোমার ও আমার মাঝখানে  
যে শীর্ণকায় নদী      গভীর
তার বাতাসেও উষ্ণতা নিয়ে ভেসে থাকে
শব্দ...


দুটি শব্দ অরণি হয়েও ওঠে কখনো কখনো
"কেমন আছো" র ঠোকাঠুকিতে
আগুনের ফুলকি আছে    
অনুভূতিগুলো    
           গরম বাতাস নিয়ে আসে-


আমাকে বরফের কাছে নিয়ে চলো মোনালিসা ....
         জমিয়ে রাখি কেমন থাকার ইতিবৃত্ত ।


২৮/১০/২০২০    দুপুর - ১:১৫