ভাঙাচোরা দেয়ালে একটা
টিকটিকির মত সেঁটে আছি আজীবন।
আমারও তো ইচ্ছে হয় ডানা মেলে
মেঘের ভেতরে গলিয়ে দিতে মুখ
অথবা রঙমাখা আঙুলে
একটি গোলাপ দিয়ে আসি
                         পরকীয়া ।


সাঁতরে সাঁতরে শ্যাওলা জড়ানো
কোনও এক জলপরী, এলোচুল
মেলে দিক বাতাসে
                         অপেক্ষায়।


টিকটিকি নয় অন্য কোনও নামে
আমারও থাকুক আপন পরিচয়
কোকিলকণ্ঠী কোনও এক
ডাক দিয়ে যাবে ওই নামে
                           অবিরাম।


এই দেয়াল থেকে দূরে
সাগর কিম্বা পাহাড়ে
থাকবে এক অন্য জীবন
                           ছন্দময়।


__________________________________


কাব্যগ্রন্থঃ কবিতার ছায়া নও বেদনার ছবি তুমি
প্রকাশ ঃ ২০০২,
নবজন্ম প্রকাশন, শিলিগুড়ি