গভীর কালো এক রাতে, একা একা
অন্ধকার পথের ভেতরে হেঁটে যাই
চারিদিক স্তব্ধ।


কিছু প্যাঁচা , কুকুর আর
আমার পায়ের চাপা শব্দ-
এছাড়াও আছে বহমান পাপ।


হঠাৎ, কোথাও একটা সূর্য জ্বলে ওঠে
আকস্মিক অথচ দৃঢ়
বিরামহীন আলোর রেখায়
নগ্ন জীবনের করুণ ছবি দেখি।


মানুষ নির্মাণে ব্যস্ত অন্ধকার
প্রেম ও পাপ
ধুয়ে গেছে আলোর জলুসে,
আমি ততক্ষণে উড়তে শিখেছি
এখন প্যাঁচা, কুকুর কিম্বা পায়ের শব্দ নয়
শুধু স্বাধীন পাখার ঝাপটায়
দুলে যায় বাতাস, আকাশে সঙ্গীত।


পাপ-এর যত কালিমা দিয়ে
সযত্নে ছবি আঁকি তপতীর।


______________________________________________________
কাব্যগ্রন্থঃ কবিতার ছায়া নও বেদনার ছবি তুমি
প্রকাশ ঃ ২০০২,
নবজন্ম প্রকাশন, শিলিগুড়ি
@@@@@@@@@@@@@@@@@@@@