জীবনটা চলছিল সাদামাটা
আবেগ লুকিয়ে রাখা দীর্ঘদিন
বেঁচে থাকতে হয় তাই বাঁচি
বুকবাঁধা পুষ্করিণী – উচ্ছ্বাসহীন ।


যত কালোই হোক না রাতের আঁধার
কোথাওতো একটা আশা-আলো জ্বলে
যতই নিথর হোক না এই দেহ
হৃৎপিণ্ড যতক্ষণ চলতে পারে , চলে।


আমিতো আমিই ছিলাম আমার মতন
শিলা করে রাখা মনের যত রস
এ কোন উত্তাপে বিগলিত হল
নিদারুণ তোমার আগুন পরশ ।


আমিতো আমিই আছি আমার মতন
যৌবন দাঁড়িয়ে গোধূলিবেলায়
একটা নিষ্পাপ মখমলি চুম্বন
ধরা থাক, যতক্ষণ ধরে রাখা যায়।