একটা সকাল জাগছে আকাশ-তলে
অন্ধকারের হারিয়ে যাবার পালা
মন ঘিরে যত আশার আলো জ্বলে
ওই আলোতেই ধূসর স্বপ্ন জ্বালা।


অন্ধকারের ইচ্ছে অনেক ছিল
প্রদীপ শিখার অন্ধ ভালবাসায়
একটা সকাল ছড়িয়ে সবটা দিল
ইচ্ছেগুলোর জীবন রাখাই দায়।


হাত রেখেছি নরম শীতল বুকে
বুকের ভেতর হৃৎপিণ্ডের কাঁপা
বাসা বেঁধেছি বাঁচব পরমসুখে
বিধাতা আমার সুখ দিয়েছে মাপা।


রাতগুলো সব হাতের মুঠোয় বাঁধা
মনের ভিতর দম্ভ ভীষণ ভারী
ভাবছি যতই মন রাখবো সাদা
অহংকার কি সরিয়ে দিতে পারি ?


যা পেয়েছি দিলাম উজার করে
তিক্ত বচন স্বভাব গভীর কালো
যা ছিল তাই নিজের ভেতর ধরে
রিক্ত আমায় করছে ভোরের আলো।


কেমন করেই বাঁচি-বা এবার বলো
মরণ কেন যে দাঁড়িয়ে রয়েছে ঠায়
যতবার তার হাত ধরে বলি চলো
মুক্তি কি আর সহজে পাওয়া যায় !


১৩/০৫/২০১৪