একটা পাখি ডাকছে অনর্গল
রাত্রি হল, কি হয়েছে ?
কি হয়েছে, আমায় বল –


আজ কেন তোর মনখারাপের পালা
                       কিসের জ্বালা ?
কিসের জ্বালায় ঝলসে আছিস তুই
লুকিয়ে রাখা আগুন যত ছিল
                       জ্বালিয়ে দিল,
জ্বালিয়ে দিল কোন কুঠুরিগুলো
                      আগুনআলো-


একটা পাখি ডাকছে অনর্গল
                      আমায় বল
তোর ছিল জানি অনেক স্বপ্নবাসা
                          ভগ্নআশা,
স্বপ্নগুলো সকাল সকাল গেছে
ছায়াগুলো তোর এখনো মনে আছে
ওই ছায়াটাই চোখে মেখে রাখ
                         এখন থাক,
এখন আমি বাঁধব একটা বাসা
                        একটা ডালে
একটা ডালে থাকবো জীবনজুড়ে
আগুনগুলো রাখবো বরফমুড়ে
শীতলপাখায় বাতাস দেব তোকে
                        বলুক লোকে
বলুক লোকে যতই মন্দকথা
                      কিসের ব্যথা ?


একটা পাখি ডাকছে অনর্গল
একটা পাখি তবুও বলবে বল
গাছ তোর ব্যথা নিজের বুকেই রাখি
                      বুকে রাখি
কারন আমি মনহারা এক পাখি
মনটা নিংড়ে তোকেই আমি দিলাম
                     তোর ডালেতেই,
তোর ডালে এক নতুন ঠিকানা পেলাম
আমি এখন সকাল রাত্রি দিন
তোর পৃথিবী আপন করে নিলাম,


একটা পাখি ডাকছে অনর্গল
ভালবাসবি, আমায় বল ...


কমল নুহিয়াল, ২৩/০২/২০১৪