সমস্ত বাঁধন ভেঙ্গে এগিয়ে গেলেই
মুক্তি –
অথবা, বারকয়েক ডানা ঝাপটে দিলেই
উড়ছি আকাশে
এমন ভাবনা মনে ধরে রাখি
জন্মাবধি অসংখ্য শৃঙ্খলে
জড়িয়ে যাচ্ছি প্রতিদিন প্রতিমুহূর্তে
পরাধীন থেকে পরাধীনতর
একটা জালের সুতো কাটতেই
গজিয়ে উঠছে শত শত জাল –
                           রক্তবীজ ।


বদ্ধঘরে আঁকড়ে রেখেছিল দুটি প্রাণ
দুয়ার খুলতেই পোষ্য ও গাছপালা
বাগানের সমস্ত পাতাফুল
এখন হাঁটা দায় পথের ওপর
চেনাবাড়ি প্রতিবেশী ঘরদোর
কত লোক কতমন
সারি সারি দাঁড়িয়ে থাকা
                   মায়ার বাঁধন
কখনো কি ভাঙ্গা যায় ?
কখনো পেরেছি কি মুক্ত হতে !


যত যাই ততটাই জড়িয়ে যাই।


একটা পালক নিয়ে ওড়ার বৃথা চেষ্টায়
বাড়িয়ে তুলেছি ভার
                       ডানার-
গজিয়ে উঠছে পালক প্রতিদিন প্রতিমুহূর্তে
যতবার ভেবেছি আমি মুক্ত
যতবার উড়ে গেছি মনের নিকাশে
তার চাইতেও বেশি আর ঘন ফলপাকা ঘ্রাণ
বৃক্ষরাজি ছড়িয়ে দিয়েছে আকাশে ।


মুক্তি - কোথায় পেলাম ?


তোমার খোঁজে কত রাত্রি থেকে ভোর হল
তোমার খোঁজেই কৃষ্ণকালো সব ধুসর হল
তোমার খোঁজেই তো যত জালের জ্বালা
তোমার খোঁজেই ধারণ করেছি সুখমালা


মুক্তি – এতটা সহজলভ্যও নয়
আমরা যতই স্বাধীন করছি নিজেকে
ঠিক ততটাই জড়িয়ে যাচ্ছি
পরাধীনতার মায়াজালে......


(C) কমল নুহিয়াল,   ২৫/০৪/২০১৪