কে বলে , জলে আগুন লাগে না ?
কে বলে , জলে ডুবতে ভয় করে ?
কে বলে , আগুন শুধুই জ্বালাতে পারে ?


আমার মনে লাগলো ফাগুন হাওয়া
একটা চুমুক আমার শুধুই চাওয়া
এক চুমুকেই আগুন লাগুক মনে
মন-পানসি সাঁতরে আসুক নদী
ভয় নেই কোন ডুবতে থাকি যদি
সঙ্গী তুমি যখন সন্তরণে।


নদীর জলটা উছলে পড়ুক শ্বাসে
জলের সাথেই তৃপ্তি অনেক আসে
যতই আগুন মনের ভেতর লাগুক
আগুন আমায় রাখবে যে উল্লাসে।


© কমল নুহিয়াল , ৩১/০৫/২০১৪