রজনিগন্ধা – তোমার ঝকঝকে মোড়ক
আমার ভাল লেগেছিল
আমি ভালবেসে ফেলেছিলাম
রঙ্গিন স্বপ্নগুলো,
তোমার মিষ্টি সুবাসে আমার মনে দোলা লাগে
জিহ্বার সমস্ত স্বাদগ্রন্থি
উদ্গ্রিবতায়
আপন করতে চেয়েছিল –


তোমাকে নিলাম, নিজের মত করে
প্রথমে মুখ এবং বুকে
তারপর , তুমি রক্তে মিশে গেলে
ইচ্ছেগুলোর হাত ধরে তুমি
ক্রমান্তরে পরিণত হয়েছ আবশ্যিকতায়।


বুঝিনি, এখন সমস্ত স্বাদগ্রন্থি মৃতক
ফুসফুস – বন্ধ হয়ে আসে মাঝে মাঝেই
দাঁতগুলি ঝরে যাচ্ছে একেএকে
রজনিগন্ধা,
এখন আমার ইচ্ছে থাকলেও
অনেক কিছুই বারণ।


@ কমল নুহিয়াল