একবার আমাকে বল, কি দোষ আমার
কেন তুমি আমাকে এভাবে পুড়িয়ে মারছ নিত্য আগুনে
কেন তুমি মাটি চাপা দিয়ে দিয়ে শ্বাসরোধ কর
কেন তুমি আমার পাশ থেকে সরে দাঁড়িয়েছ নিতান্ত্য দুর্দিনে ?


আমি জানি, তুমি আমাকে ভালোবাসো তাই
আমি জানি, তুমি তোমার মস্তিস্কের বশে নাই
আমি জানি, তুমি মনটাকে রেখেছ উচ্চতায়
আমি জানি, তুমি ফিরে আসবেই স্বমহিমায়
আমি জানি, আমাকে ঘিরেই তোমার বেঁচে থাকা
আমি জানি, আমাকে নিয়েই তোমার জীবনচিত্র আঁকা
আমি জানি, তুমি এক ও অদ্বিতীয়
আমি জানি, একমাত্র আমিই তোমার অতিপ্রিয়,


তবু কেন, আমাকেই কাঁদতে হয় রাতদিন
তবু কেন, নিয়তই হতে হয় বিপদের সম্মুখীন
তবু কেন, তোমার জ্বালা নিয়েই আমার পথচলা
তবু কেন, তোমার নামের সিঁদুর ও শাঁখাপলা...


আমি যে এখনো তোমাকেই ভালোবাসি
তুমি কি বুঝতে পারনা ?


© কমল নুহিয়াল ১২/০৮/২০১৪



** পত্নী বানানটা ইচ্ছাকৃতভাবেই পত্নি করা হয়েছে।