নদীর কোন এপাড় - ওপাড় থাকেনা
নদী শুধুই নদী,
যে পাড়ের জলেই নামি না কেন
আমরা নদীতেই নেমে পড়ি ।
জলের গভীরতা কম হলে
             আলো ও বাতাস স্বাচ্ছন্দ্য দেয়
বেশী হলে দম বন্ধ হয়ে আসে।


জীবনটাও ঠিক এরকম,
সুখদুঃখ বলে কিছু নেই
বহমান নদীর মতই জীবনজলের গভীরতা
আমাদের মনটাকে চালিত করে্‌...


আমাদের সুখ আমাদের দুঃখ –
ভেসে থাকতে পারলে
সবকিছুই নদীর জলের মতন পাড়হীন ।


© কমল নুহিয়াল ৩১/০৭/২০১৪