কত মানুষের কত প্রশ্নের উত্তর
আমি এড়িয়ে চলেছি
কত বছর-যুগ ও শতাব্দী কেটে যাবার পর
তুমি কি জানো মোনালিসা
তোমার পরিচয়ে এখনো ধোঁয়াশার আবর ?


তোমার সেই সুদীর্ঘ মোহময় তীক্ষ্ণ হাসির
কত গল্পই না ঘুরছে
সভ্যতার আনাচে-কানাচে
তুমি কি কখনো আন্দাজ করেছো
তোমার পরিচয় লুকোনো রয়েছে কার কাছে ?


কবে তুমি সাধারণ থেকে অসাধারণ হলে
ঠিক কোনদিন তোমার দ্যুতি ছড়িয়েছে
কতটা সীমানা পরিচিতির
তুমি কি ভাবতে পেরেছিলে মোনালিসা
কালঘাম ছুটিয়েছে কত মানুষ পৃথিবীর ?


আমি তোমাকেই বলছি,


সেদিনও যেমন তোমায় আড়াল করেছি
সেদিন থেকেই যেমন প্রশ্নগুলোর ঘুরপাক
সেদিন থেকেই যেমন বুকে বোঝা নিয়ে লিওনার্দো
সেদিন থেকেই যেমন আমি নির্বাক......


যতই প্রশ্ন আসুক
              চলে যাক যতই সহস্রাব্দ
যতবার এবং যেখানেই আমি জন্ম নেব
মোনালিসা , এটুকু ভরসা রাখো
অপরিচিতাই তোমার আসল পরিচয় ।


© কমল নুহিয়াল ০৭/০৮/২০১৪