আর বেঁচে থেকে কি হবে
যেটুকু পাবার ছিল পেয়ে গেছি
      এর বেশী লেখা নেই,
বিধাতা নিজেই হয়তো লেখেন নাই
                আমিও তাই
মনের ভেতরে জমিয়েছি কষ্ট
তবুও সন্তুষ্ট
        নেই যখন, ভেবে কি হবে –


যেটুকু পাবার ছিল পেয়ে গেছি
যা কিছু দেবার ছিল দিয়েছি    তার চাইতেও
কুড়িয়ে কুঁচিয়ে আনা     আরও কিছু বেশী
মনের ভেতরে থাকা স্বপ্ন ও কথাগুলি
বিলিয়ে দিয়েছি দশদিকে
                 এখন জীবন ফিকে
বর্ণহীন, দুঃসহ নিদারুণ কঠিন
মন যদিও চায় কিছু করে যেতে
যদি কিছু করা যায়,
         কিন্তু,
      বিগলিত বিশ্বাসের ধারায়
লক্ষ-লক্ষ মানুষের বাসনা-লাশ
বয়ে যায়, যাওয়াও দেখেছি
যা কিছু লেখা ছিল      পেয়েছি
আর বেঁচে কি হবে,
একটু সাহস পেলে     মনে
     একটু শক্তি সঞ্চিত হলে
হাতজোড় করে বলে দিতে পারি
        সময় হয়েছে আমার , এবার বিদায়...


© কমল নুহিয়াল , ১০/০৭/২০১৪।


** অনেকেই  ভাবতে পারেন নিরাশায় ভরা কবিতা। বন্ধু, এইটি শুধুই একটি কবিতা ...... আর কিছু নয়।