প্রতিটি মানুষের চোখে
একটি করে মন আছে,
মন না থাকলেও মনের মতই নরম
          মানুষটির সাথে পরিচয় ঘটিয়ে দেয় রঙের।


তুমি গাঢ় রঙ পছন্দ করলে আমারও
               গাঢ় হতে হবে এমন নয়,
আমি হালকাও হতে পারি –


তোমার গোলাপ পাপড়ি ঠোঁট
আমারটা দুধে-আলতা হতেই পারে।
তুমি দুর্দান্ত একটা বেগুনী রঙ
সাজিয়েছ মনে মনে,
আমি বেগুনীর দু-ফোঁটা ছিটিয়ে দিলাম মেঘ-তুলোয়...
এর মানে এই নয় – তুমি গাঢ় আর আমি হালকা।


তুমি যেমন উজ্জ্বলতাকে শুষে নিতে পারো
আমিও পারি-
          মনের ইচ্ছেগুলোকে আলোকিত করে দিতে।


আমাদের পরিধানে, রূপময় হওয়ার কল্পনাতেও
রঙ লেগে থাকে-
বহির অথবা অন্তর্বাসে
রঙের বিচ্ছুরণে বোঝা যায়
অপরের চোখগুলো রাঙিয়ে দিতে
              আমরা কতটা উদাসীন ।


© কমল নুহিয়াল ০৯/০৩/২০১৪