ফুরফুরে পাতার ওপর
       টুপটুপ বৃষ্টি, এবং
মৃদু বরফ হাওয়ায় অভিসারী উষ্ণতা
মনের বেষ্টনী ভেঙে আসছিল
উন্মাদী জলধারার নগ্ন দাপটে
ঠিক তখনই সজোর বদ্ধমুষ্টি আঘাতে
                ফিরে আসে সম্বিত...


এইরাতে, হয়তো বা হতে হবে প্রস্তরশিলা
অসাড় , প্রাণহীন
              মায়া, মোহ , মমত্ব
একটুকরো ভূমিগত
              স্পন্দনহীন...


জল ভেজাবেনা – শরীরী
বাতাসেরা শোনাবে না মর্ম-গান
অন্তঃকরণ নয় তাপের হবে বিচ্ছুরণ
       অথবা, গোল্লাছুট এক দৌড়
              দূরে... দূরে... বহুদূরে...
আকাশের ওইপাড়ে ।


© কমল নুহিয়াল, ২৫/০৪/২০০৮