একরাত   দুইরাত   তিনরাত এভাবেই
রাতের পিঠে চেপে রাত চলে যায়...
আমি সশরীরে অশরীরী
লাশকাটাঘরে  রাত কাটি।


পচে গলে দুর্গন্ধ ছড়িয়ে রাখে প্রেম
শ্যেন দৃষ্টি  শকুনের দল
আকাশে ঘুরপাক     কত গাঙচিল
এখনি খুবলে খাবে জীবন্ত ।


একবেলা দুইবেলা  কত বেলা-অবেলায়
শেয়ালেরা মরা কান্না গায়
আমি আছি, এক ও এককে
                         অশরীরী...
লোহার শেকলে বেঁধে
        এক দুই...    কত কত
        পচা গলা দুর্গন্ধ ছড়িয়ে রাখা প্রেম।


বেঁচে আছি,   একবুক  দুইবুক  তিনবুক
বুকের ওপরে চেপে বুক
           লাশকাটা ঘরে চাপা দিয়ে রাখি
                দুর্গন্ধ যুক্ত কত রাতের লাশ।



© কমল নুহিয়াল, ২১/০৪/২০০৮