দেখেছি মানুষ টাকার জন্যে  করছে কতটা হা-হাকার
টাকার জন্য ভাঙছে নিয়ম ,  নিয়মের বাঁধা সংসার।


টাকাই ধর্ম টাকার পূজা  টাকাই যাদের সর্বময়
টাকার জন্য ঘুমিয়ে জাগে,  টাকাহীনতার নিত্য ভয়।
  
টাকার থলির ওজন ভীষণ,  শব্দ নেহাৎ  কম তো নয়
টাকার আগুন পুড়িয়ে মারে , টাকাটা তবুও আস্ত রয়।


দেশের টাকা দশের টাকা , টাকা সবার জন্য হয়
কালো টাকা সাদা টাকা মানুষ ভেদেই বদলে যায়।


আমার টাকা তোমার টাকা  টাকার বড়ই অহংকার
যার কাছে টাকা যতটা আছে ততটাই তার দরকার।


টাকার বালিশ টাকার জাজিম টাকার গদি আরাম-দায়ক
টাকার গরম সবার অধিক টাকাই সর্বেসর্বা –নায়ক ।


শকুনের মত মানুষ ওড়ে কোথায় টাকার গন্ধ হে
চোখ ফিরিয়ে আপনজনে মত্ত টাকায় অন্ধ সে ।


গুরুর কৃপা মিলবে টাকায় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর
নেইকো টাকা যে মানুষের      পিতামাতা  সবাই পর।


বাঁচতে চাইলে লাগবে টাকা বাসতে ভালো টাকা চাই
নেই টাকা যার জীবন বৃথা ন্যাংটো লোকের মূল্য নাই।


টাকার মূল্য মাপতে হলে পেছনে শূন্য গুনতে হয়
সামনে শূন্য যার কপালে মানুষ সেতো মোটেই নয়।


সত্যি কথা ভীষণ কঠিন মানতে মানুষ চায়না রে’
মানুষ বানায় টাকাটা তবে টাকায় মানুষ হয়না যে।


টাকায় যদি সবই হতো   সত্যি টাকা এতই দামী
থামেকি টাকায় ঝড়ের প্রলয় উতল সাগর সু-নামী  !


তোমার টাকা আমার টাকা সবার টাকাই থাকবে পড়ে
একই চিতায় মালিক-চাকর রাজা বাঁচেনা টাকার জোরে।


একটা মানুষ একজীবনে কতটুকু তার পয়সা চাই
ইচ্ছে আমার টাকা পুড়িয়ে শরীরে মাখবো ভস্ম-ছাই ।  


© কমল নুহিয়াল  , ১৭/০৯/২০১৫ সন্ধ্যা ৮:০০