চাঁদটাকে ছুঁয়ে দেখার শখ আমার
              মনুষ্যগত স্বভাবেই
পূর্ণিমা, প্রতিপদ, দ্বিতীয়া... চতুর্দশী
কমবেশি     লাফাই,  
আদুরে হাতেই ছুঁতে চাই
মনের তাগিদে আমার বৃথা চেষ্টা
              আমাকে ছয়গুণ বেগে
আছড়ে ফেলে দেয় আমারই অমা-বৃত্যে
হাজার বছরের নিকশ কালো চাঁদ
তালুর ওপর খেলা করে...


      একটা রাত্রি আমার মতো আমার জন্য
      আকাশটাকে আগলে রাখ জ্যোৎস্না দিয়ে
      তমিশ্রাকে সাজিয়ে রাখ তোমার চুলে
      কণ্ঠ সাজুক তারার নরম দ্যুতি নিয়ে-
      আঁচল তোমার রাতের রানী সুগন্ধিত
      ওষ্ঠ তোমার আবিরমাখা সদ্যস্নাত ...


               এভাবে আমার হাজার বছর ধরে
               একই রকম সকাল দুপুর নিশা
               সাত সমুদ্র তের নদীর পাড়ে
               চাঁদ বদনে আমার মোনালিসা
               শীতল চোখের চাঁদনী ঘেরা নীড়ে
               ভ্রান্ত পথিক আমার দিক্‌ ও দিশা।


পূর্ণিমা, প্রতিপদ, দ্বিতীয়া... চতুর্দশী
সকলেই কমবেশি
               আমার প্রিয়,
আমি চাঁদহীন অমাবস্যায় জ্যোৎস্না খুঁজি
                         হাতদুটো চাঁদ ছুঁতে চায়...
  


© কমল নুহিয়াল ২৩/০৯/২০১৫  রাত ৯:০০টা