এইভাবেই যদি রাত্রিটা কেটে যায় মুখোমুখি
স্পর্শহীন শুচিরাত
অবহেলার কাঁটা নেই
অজুহাত থাকবে না অনিচ্ছা-চুম্বনে
মাটি আর আকাশের চিরন্তন মিলন
এইভাবেই নিঃশব্দে মুখোমুখি।


এইভাবেই যদি সারারাত চারটি চোখ নিথর
ইশারাহীন সুদীর্ঘ দৃষ্টিপাত
দুঃসহ রক্তচাপের নিরাময়
সঙ্কোচ কবচ জড়ানো গায়ে
সাগরের অপলক চেয়ে থাকা মেঘ
এভাবেই নিষ্পাপ নিথর
যদি রাত্রিটা কাটে পবিত্রতায় মুখোমুখি !
__________________________________


কাব্যগ্রন্থঃ কবিতার ছায়া নও বেদনার ছবি তুমি
প্রকাশ ঃ ২০০২,
নবজন্ম প্রকাশন, শিলিগুড়ি