যত্ন করে লিখে রাখার চেষ্টা করি
অনেককিছুই -
সবটা সবসময় হয়না,
আসলে জীবনের কোনকিছুই গোছানো নেই
কিছুই গুছিয়ে উঠতে পারিনি-
সবকিছু পিছলে বেরিয়ে যায়।

আঙুলের ফাঁকফোকর আরও প্রসারিত হয়েছে মাত্র...


চাঁদনী রাতে   যে আলোর স্নিগ্ধতায়
মনের কুঠুরিগুলি শীতল হত
ঝর্ণার কলকল শব্দে
প্রতিটি ধমনীর ভেতর
বয়ে যেত গানের কলি
সেই চাঁদে,
এখন হাজার সূর্য  -


আমি আগুনে জ্বলে যাই,
আমি বিলক্ষণ বুঝতে পারি
মরুভূমির উষ্ণতা
আমি দু-ফোঁটা জলের আশায়
    দুই ফোঁটা অশ্রুজল রেখে যাই...


রাত্রি ১০:০০, ০৪/০১/২০১৮
© কমল নুহিয়াল