চিড়বিড় করে ভেঙে পড়ছিলো শতাব্দীর গাছ
         মৌচাকে বালকবালিকাদের লুকোচুরি
আর অবিরত চলতে থাকা রানীর হেঁসেল
         হাড়িয়ার নেশায় বুঁদ পুংসধুপ ...

এলোমেলো শব্দের ভেতরেও  
টুকরো টুকরো ছবি ভাসে
শুকনো পাতার মতোই ঠিক
গাছটাও লুটিয়ে পড়ে ঘাসে ।


পেছন পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে থাকা
পিঁপড়েদের অযথাই উল্লাস
            যেন, এখনই খুবলে খাবে হৃৎপিণ্ড ...


একবার সানন্দা পাক্ষিকে এক কবি কিছু এরকম লিখেছিলেন
          " তোমাকে যদি না পাই
            তোমার বুকের ওপর বসে খুন করবো
            হৃৎপিন্ডটা বের করে পাশে নিয়ে
            শুয়ে থাকবো আজীবন " !!


চিড়বিড় করে ভাঙা গাছের হৃৎপিণ্ড হয়না
মাটিরও নেই
রানীর আছে     এবং পুংসধুপেরও  
বালকবালিকা ...
            
কার হৃৎপিণ্ডে পিঁপড়ের উল্লাস !
গোল গোল কল্পনার যোগফল শূন্য ।