' মোনালিসা বলে কেউ নেই '


হঠাৎ,  একটা সোনালী বাতাস  
বলে গেল ইবাদতের শেষে        সোনাবউ
ওরিওলের পালক       খসছে
এক...দুই...তিন...  


আমি    ঘোরে অঘোরে ভেসে গেছি       দিগন্তে
কথা  উপকথা ও রূপকথায়    
আজন্ম আমার      সুখসাগর অবগাহন


হৃদয়ের চারপাশে       কুসুমিত আলো
কুমুদের মতো জ্যোৎস্নাকেও পান করেছি    শ্বাসে  
বুকের ওপর সূর্য
         জ্বালিয়ে জেগেছি     বহুকাল  
কতকাল আলাপে       স্ব:সংলাপে  
সুগন্ধি দিয়েছে জাসমিন


    সোনার পালক ভাসছে  বাতাসে  
এক...দুই...তিন...


মোনালিসা বলে কেউ হয়না  
       আমাকে জড়িয়ে রয়েছে গাঢ়      ধুম্রলতিকা !


০২/১১ /২০২০    সময় রাত্রি ৮:৪০


*** শব্দার্থ :
ইবাদাত শব্দের আভিধানিক অর্থ হলো:- চূড়ান্ত বিনয়, আনুগত্য ও বশ্যতা
ওরিওলে :- কালো ও হলদে রঙের পালকবিশিষ্ট একধরনের পাখি , বাংলা নাম "সোনাবউ / বেনেবউ