জীবনের যত সুখ ছিল আর সুখের দিনগুলি
কুড়িয়ে কুড়িয়ে সাজিয়েছি
শিউলি বিছানো উঠোনে।


এক এক করে রোদমাখা সুখ
তুলে রাখি মনের প্যান্ডোরাতে,
সামঞ্জস্যহীন বাক্সটা
             হেলে আছে একপাশে
বোধহয় কিছু কম, কিছুটা কম হয়ে গেছে।


একসাথে এত সুখ, দুঃখের বোঝা
কিছুটা বাড়িয়ে দিয়ে গেছে।
আবেগ প্রবলতায় চোখের পাতা দু’টি ভিজেছিল
আর মুক্তো ভেঙেছিল শিউলিতে ঢাকা উঠোনে।


__________________________________


কাব্যগ্রন্থঃ কবিতার ছায়া নও বেদনার ছবি তুমি
প্রকাশ ঃ ২০০২,
নবজন্ম প্রকাশন, শিলিগুড়ি