যতদূর হাঁটি আর যতটা পথই পেরিয়ে আসিনা কেন
মোনালিসা,
তোমার ঝুলবারান্দার নিচেই আমার পথের শেষ!
আমার পথের সীমানায়
যে সুগভীর খাদ
বিছিয়ে রেখেছ,
কখনওকি চেয়েছি তলিয়ে যেতে ?
কখনওকি বলেছি তুমি-ভিন্ন আমার প্রেমাবর্তে
সকলের প্রবেশ নিষেধ –


মোনালিসা,
আমার রক্ত হিম হয়ে আসছে
বুকের ভেতর নিভে যাওয়া আগুনের ধুঁয়ায়
হাত-পা অসাড়
জমাট বাঁধছে দেহের রক্তরস
তোমার গালের আভায়,  দুলে উঠছে অস্থি-কঙ্কাল
ক্ষীণ দৃষ্টিতে-
তুলির টানে আঁকা তোমার ঠোঁটদুটি
নিথর পারাবার।


মোনালিসা,
তুমি কি পারবে ভেঙ্গে ফেলতে
টুকরো টুকরো ঝুলবারান্দায়
তুমি কি পারবে ছড়িয়ে দিতে তোমার
                    উজ্জ্বলতা-
অন্তহীন খাদের ধারে,
আমার বেশ ভয় করছে...  


© কমল নুহিয়াল ০৪/১০/২০১৭  দুপুর – ৪:০০