এ‌সো ক‌বি‌র দল,
বি‌দীর্ন কর এ সভ্যতার  মায়া জাল,
নিকষ কা‌লো যে আঁধার,
কর‌িতে পা‌রেন‌ি দূর এ আ‌লোর সমাহার।


মহাকাল ব‌য়ে যে সভ্যতা
তোমার হা‌তে আজ চম‌ক‌ে চম‌কে ও‌ঠে,
তার পেছ‌নে মা‌টিচাপা ল‌াশের গন্ধ কি বাধ শা‌ধে?


আছড়‌ে পর‌ে  শকুন‌ের দল সভ্যতার গায়‌ে,
ভেব‌ে পচাঁ লাশ!
কেড়‌ে  ন‌েয় নারী সম্ব্রম,
বাক স্বাধীনত
আর ছিন‌িয়‌ে আনা স্বাধীনতা।


আ‌লোর মি‌ছি‌লে কা‌ঁদে লা‌খো- কে‌াটি‌ চোখ,
অন্ধকা‌রে কারা হা‌সে?‌
সে হাস‌ি‌তে না পাওয়ার সুখ কিল‌বিল ক‌রে।


আ‌দিম জঙ্গ‌লে ফেরার বা‌কি‌ নেই বে‌শি হে কব‌ি, যুদ্ধ‌ক্ষেত্র প্রস্তুত সভ্যতা ও অসভ্যতার মা‌ঝে।