ব্যাচেলারদের তোমরা অদ্ভুত ভেবোনা,
ভেবনা এ কেমন তাদের জীবন!
বরং ভাবো তারা কিভাবে টিকে আছে,
শত ঝড়-ঝন্জাময় তাদের ভূবন।


তাদের চলা-ফেরা হয়ত তোমার
নাও পছন্দ হতে পারে,
হয়ত তাদের দেখলে মন্তব্য করতে পারো-
কি আগোছালো জীবনরে।


ব্যাচেলাররা সর্বদাই সংগ্রাম করে
প্রতিকূল পরিবেশের সাথে,
তবুও তারা সবকিছু ভুলে গিয়ে
চলে সর্বদা আনন্দময় পথে।


ব্যাচেলারদের ভুগতে হয়
কত শত দুর্ভোগ,
তবুও তারা হার মানে না,
জয় করে সব দুর্যোগ।


একবুক চাপা কষ্ট রেখেও
সবার সাথেই বিন্দাজ হাসে,
সুখ-দুঃখগুলো ভাগাভাগি করে
সবাইকেই সমান ভালোবাসে।


করোনা কভু ব্যাচেলারদের অবহেলা,
কিংবা করোনা অপমান,
হয়ত এই ব্যাচেলাররাই একদিন
সমোন্নত করবে দেশের সম্মান।