বৃষ্টি বাদলের আশায়  
  ঘ্যঙর ঘ্যঙ ডেকে যাচ্ছি
    নিজেদের বাসায় ।


ছাতার নিছে বসে  
  রোদ বেটাকে গালি দিচ্ছি
   ইচ্ছেমত কষে ।


মনের ভেতর ভয়
  এ বছর যদি আর
    বৃষ্টি বাদল না হয় ।


আল্লাকে ডেকে বলছি
   প্রভূ মোদের দয়া কর
     রোদের তাপে জলছি ।


ব্যঙের আসর ডেকে
  জিকির করি একই সাথে
     গায়ে রং এঁকে ।


সাপের তাড়া খেয়ে
  লাপের চোটে ঠ্যাঙ ভেঙ্গে  
    পোকা নিয়েছি খেয়ে ।


ব্যঙের রাণী বলে
   মন চায় হিজরত করে
     ভিন দেশে যাই চলে ।


রাজা রেগে বলে
  তোমায় আমি তালাক দিলাম
    এখনি যাও চলে ।


প্রজারা সব বলে
  রাজা রাণী ঝগড়া ক'রে
    রাজ্য যাবে রসাতলে ।


রাজা রাণী বলে
   রাগ করোনা প্রজারা মোদের
     আমরা গেলাম মিলে ।


ব্যঙের হুজুর বলে
   হিল্লে বিয়ের আগে
      কি করে এক হলে?


রাণী উঠে বলে
  কে করবে হিল্লে বিয়ে
    আস এখনি চলে ।


রাজা ক্ষেপে বলে
  দরকার নেই হিল্লে বিয়ের
    দুজনে রাজি থাকলে ।


প্রজারা গেল ক্ষেপে
  বলল তারা রাজা রাণীকে
    সবাই ধর চেপে ।


অবশেষে যা ঘটল
  রাজা রাণীকে মেরে সবাই
    বিভিন্ন দিকে ছুটল ।


বৃষ্টি নেই তাই
  ব্যঙের রাজ্য ভেঙ্গে গেল
     অবশেষে ভাই ।