একুশ আমার চেতনা দৃপ্ত উন্থিত আলোক মশাল,
একুশ আমার প্রভাত ফেরির উন্মোচিত প্রথম সকাল।


একুশ আমার ত্যাগের মহিমার শ্রেষ্ঠ নজির,
একুশ আমার ভাইয়ের রক্তে রঞ্জিত শরীর।


একুশ আমার দাবি আদায়ের নাঙ্গা তলোয়ার,
একুশ আমার রক্ত চক্ষু,সব জালিম হুশিয়ার।


একুশ আমার মুখের ভাষা রক্ষার হাতিয়ার,
একুশ আমার স্বপ্নে দেখা সোনালী সেই ভোর।


একুশ আমার শ্লোগানে শ্লোগানে উত্তাল রাজপথ,
একুশ আমার ভাষার তরে রচিত কাব্যরথ।


একুশ আমার ত্যাগের তরে উজ্জল দৃষ্টান্ত,
একুশ আমার স্বপ্নালোকের উন্মুক্ত দিগন্ত।


একুশ আমার প্রানের দাবি, রাষ্ট ভাষা বাংলা চাই,
একুশ আমায় শিখিয়ে দিলো ত্যাগের কাছে সব ছাই।


একুশ আমার মায়ের ভাষা রক্ষার হাঁতিয়ার,
একুশ আমার বিবেকের ভাষা, উন্মোচিত দুয়ার।


একুশ আমার কলমের কালি অ আ ক খ,
একুশ আমার কাব্যের ভাষা,অংকিত আয়তলেখ।


একুশ আমার ছেলে হারানো শোকাহত মায়ের কান্না,
একুশ আমার ভাই হারানো বোনের অশ্রু বন্যা।


একুশ আমার বিবেকের নিড়ে করছে কুঠারাঘাত,
একুশ আমায় সুধায় আজি,কী তার অপরাধ?


একুশ আমায় বলছে আজ বাংলা কেন অবহেলিত?
একুশ আমার কাছে জানতে চায়,তবে কী তার কৃতীত্ব?


একুশ আমায় সুধায় সে কি দিবসেই সীমাবদ্ধ?
একুশ জানতে চায় কেন তবে সে,করেছিল ভাষাযুদ্ধ?