বাড়ির উঠোনে হঠাৎ
        নামলো এক ঝাঁক বৃষ্টি,
গোধুলির লগ্নে উদাস মনে
        ছুটে গেল সেথায় দৃষ্টি।
        
আকাশে মেঘেরাও দিচ্ছে
        গগনবিদারী হাঁক ডাক,
হালকা ঝড়ো বাতাসে
       বইছে মৃদু কাল বৈশাখ।
      
আম্মু হঠাৎ বলে উঠলেন
       বৃষ্টির ফোটাগুলো গোলগোল,
আব্বুও রসিকতা করে বললেন;
       কবির মায়ের সাহিত্যিক বোল।
      
নতুন আঙ্গিকে বৃষ্টিটা
         দেখলাম আমি আজ,
বাবা-মায়ের অনন্য দৃষ্টে
        বৃষ্টিরাও কাব্যে পরলো তাজ।