জীবন একটি মহাকাব্যের নাম
       কর্ম তব কবিতা,  
শৈশব,কৈশর,যৌবন,বার্ধক্য  
      কাব্য পটে আঁকা ছবিটা।


সুখ-দুঃখ,হাসি-কান্না
    এসব কাব্য চরন,
বন্ধু-বান্ধব,আত্নীয়-স্বজন
    সে কাব্যের-ই সুজন।


ধন-সম্পদ,গাড়ি-বাড়ি
  প্রতিটি কাব্য ছন্দ,
বিপদ-আপদ,শত্রু-মিত্র
   কাব্যিকতায় দ্বন্দ।


সংসার-পরিবার,সমাজ-রাষ্ট্র
  কাব্য বিচরণ স্হল,
ধর্ম-কর্ম,জ্ঞান-গরিমা
   সেই কাব্যের সু-ফসল।  


মান-সন্মান,শিক্ষা-দীক্ষা
   সেই কাব্যের সফলতা,
মরণ-বরন,দাফন-কাফন
  সে কাব্যের ইতিকথা।