একদিন আমি চলে যাবো
        সব পিঁছুটান ভুলে,
মায়ায় জড়ানো পৃথিবী ছেড়ে
       মোর মূল গন্তব্যস্থলে।


এসেছি একা এই ধরনীতে
     যেতেও হবে একাই,
সঙ্গে শুধু যাবে আমার
       যা কিছু নেক কামাই।


বন্ধু-বান্ধব, আত্নীয় স্বজন  
    আছেন যত মোর,
ক্ষমা করে দিবেন ভুলগুলো  
    বিনয়ে করছি করজোড়।

আমিতো এক পাপি বান্দা
     নেই কোন সম্বল,  
রূহের পরে দোয়া করবেন  
     যা হবেনা কভূ নিস্পল।  


একদিন সবে মোর সাথি হবে
       নিতে হবে মৃত্যুস্বাদ,
সময় থাকতে প্রস্তুতি নাও
        পেতে যদি চাও নাজাত।