গরীবের রক্ত চুষে আজকে যারা ধনী!
যেখানেই পাবে তাদেরকে ধরে দাও কিল-কনি,
রক্ত চুষে যারা আজ পাঁচ তলায় করে বাস,
তাদের হাতেই খুদিত আছে তাদের সর্বনাশ।


প্রতিটি মানুষ স্রষ্টার কাছে করেছে একটি ওয়াদা-
ধরায় এসে কী করে তবে তারা ভুলেছে সেই কথা?
গরীব-ধনী নেই ভেদাভেদ এক কাতারেই বাস,
কাঁধে কাঁধ মিলিয়ে নেমে যাও মাঠে কর আজ তুমি চাষ।


যার মনে নেই জায়গা অনেক,সেইতো সবচে গরীব,
ধনী-গরীব ভেদাভেদে কেন, তবে এত কলরব।
দামি পোষাকেই হওয়া যায় যদি, বড়লোক ওরে ভাই,
পশুর গায়েও পরিয়ে দে'না সেই পোষাক; বলে যাই।


এভাবেই কি তবে চলতে থাকবে শোষন আর অবিচার?
জুলুমবাজদের পেশি শক্তিতে মানবতা হবে ছারখার!
আর কতকাল ঘুমাবে রে ভাই বিশ্ব বিবেকেরা?
আসবে না কি আর,ধরাতে আবার শান্তির পাখিরা?