আকাশেতে হাসছে চাঁদ
   জমিনেতে আমি,
চাঁদে আমিতে সম্পর্কটা
    জানেন অন্তর্যামী।


রাতের আকাশ মাতিয়ে রাখে
    চাঁদের জোঁছনা,
সেই আলোতে মাতি আমি
     মাততে নেই মানা।


চাঁদে মেঘে হলে দ্বন্দ
   ঘটে ছন্দপতন,
সেই দ্বন্দে নারাজ আমি
    ভাঙ্গে মোর স্বপন।


চাঁদের কাছে মেঘ যখন
     মেনে নেয় পরাজয়,
তখন সবচে;খুশি হই আমি
     ভূবণ স্নিগ্ধময়।