টেঁটা হাতে আঁধার রাতে
        মাছ মারছি আমি,
খলুই হাতে,আমার সাথে
        দাঁড়িয়ে আছ তুমি।


হঠাৎ একটা মাছের ঝটকা
     টেঁটা মাছে সংঘাত,
বলছ তুমি শক্ত হাতে
       করো মাছটা কুপোকাত।


টেঁটা মাছে লড়াই চলছে
        হারবে শেষে কে?
বলছ তুমি কাঁপিয়ে ভূমি
        জিততে হবে তোমাকে।


অবশেষে যা ঘটলো,
   চারিদিকে তা রটলো,
      মাছের হল পরাজয়,
লড়াই শেষে,
         বীর বেশে
                  ঘটলো মোর প্রণয়।