দুঃস্বপ্নময় এক ক্রান্তিকাল
           অতিক্রম করছি আমি,  
ইহ জীবনের আমলনামার
          হিসেব নিচ্ছেন অন্তর্যামি ।
দিল কাঁপছে আযাবের ভয়ে
          দেহ কাঁপছে অজানা আশঙ্কায়,
বিচারের মাঠে নিজেকে আজ  
          বড় অসহায় মনে হয় ।
নিজের সামনেই আমলনামাগুলো
           খোলা দেখছি আজ,  
কি পূণ্য বা পাপ করেছি
           সবি আছে তার মাঝ ।
এ মহা বিচার দিবসে ভাবছি
           আমি কি করেছি দুনিয়ায়,  
আরেকটু পূন্য থাকতো যদি
            শাফায়াত পাওয়া হতোনা দায় ।
প্রভূর তরে প্রার্থনা শুধু
            ওহে খোদা দয়াময়,
ভূল যত সব ক্ষমা করে
            নাজাত দাও আমায় ।